ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

যে কারণে জেনারেল ওসমানীকে দেওয়া হলো না স্বাধীনতা পুরস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
যে কারণে জেনারেল ওসমানীকে দেওয়া হলো না স্বাধীনতা পুরস্কার জেনারেল এম এ জি ওসমানী

২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য আলোচনায় ছিলেন বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী। তবে ১৯৮৫ সালে এ পুরস্কার পাওয়ায় তার নাম চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) এম এ জি ওসমানীর নাম বাদ দেওয়ার কারণ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে তাকে এই বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। তবে দেশের সর্বোচ্চ পুরস্কার কোনো বাংলাদেশিকে একাধিকবার দেওয়ার কোনো নজির না থাকায়, এই সিদ্ধান্ত পরবর্তীতে বাতিল করা হয়।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০২৫ সালে ৮ বিশিষ্ট ব্যক্তিকে সরকার স্বাধীনতা পুরস্কার দেবে বলে জানা যায়। সেই তালিকায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নাম ছিল। তার নামসহ গত ৬ মার্চ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

তবে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তালিকায় সাতজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।