ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু নোয়াব মিয়া

নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোয়াব মিয়া মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামে অবস্থিত রেলক্রসিংয়ের কিছু অদূরে রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দু ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন নোয়াব। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীর তথ্যে জেনেছি ট্রেনটি আসার সময় নোয়াব ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়েন। যে কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। কি কারণে এমন পরিস্থিতি ঘটল তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।