খুলনা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি ছিলেন।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।
তিনি বলেন, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে আসে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করেছে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। । এ ঘটনা শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করে একদল সন্ত্রাসীরা। রনি বর্তমানে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআরএম/আরআইএস