ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরার শিশুটিকে ধর্ষণ-হত্যার কথা স্বীকার করেছেন হিটু শেখ: এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
মাগুরার শিশুটিকে ধর্ষণ-হত্যার কথা স্বীকার করেছেন হিটু শেখ: এসপি

মাগুরা: মাগুরায় ছেলের আট বছরের শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন হিটু শেখ।

এ বিষয়ে রোববার (১৬ মার্চ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা।

তিনি জানান, মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে প্রধান আসামি হিটু শেখ এরই মধ্যে মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

বাকি তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ক আলামত ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডি বিভাগে পাঠানো হয়েছে, জানান এসপি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন মেয়েটির মা।

ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়। ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়।  

এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় শিশুটির বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭) আসামি করা হয়। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।