ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

তুমব্রু সীমান্তে এক বাংলাদেশি গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
তুমব্রু সীমান্তে এক বাংলাদেশি গুলিবিদ্ধ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নুর হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার উলুবুনিয়া এলাকার নুরুল কবিরের ছেলে।

আহত নুরের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় কাঁটাতারের ওই প্রান্ত থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। এ সময় আহত হন নুর।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় মিয়ানমারের ভেতর থেকে তাদের গুলি করেছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।