ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

দুলাভাইকে খুনের ঘটনায় পলাতক শ্যালক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
দুলাভাইকে খুনের ঘটনায় পলাতক শ্যালক গ্রেপ্তার আমিনুল ইসলাম মিন্টু।

রাজশাহী: রাজশাহীতে দুলাভাইকে খুনের ঘটনায় পলাতক শ্যালক আমিনুল ইসলাম মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।  

সোমবার (২৪ মার্চ) রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভুগরোইল এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে র‍্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, দুলাভাইকে কুপিয়ে খুন করার পর আমিনুল গা ঢাকা দেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর পুলিশের পাশাপাশি র‍্যাবও এই ঘটনার ছায়াতদন্ত শুরু করে। এরপর আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাকে সোমবার রাতে এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (২২ মার্চ) সকালে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৪০) সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে হাঁসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন আমিনুল ইসলাম। এরপর রক্তাক্ত অবস্থায় রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।