চুয়াডাঙ্গা: বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়ে তোফাজ্জেল হোসেন তোফান (১৪) নামে এক কিশোর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজাখুঁজিশুরু করেন।
এরই মধ্যে নিখোঁজের এক মাস পর গাইবান্ধা থেকে একটি কিশোরের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তোফানের বাবা খবর পেয়ে গাইবান্ধায় গিয়ে নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
এরই মধ্যে কেটে গেছে দেড় মাস। দাফনের দেড় মাস পর সেই তোফান সুস্থ শরীরে ঈদ করতে নিজ বাড়িতে ফিরেছে। শুক্রবার (২৮ মার্চ) তোফানের নিজ বাড়িতে ফেরা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তোফানের বাবা আবু সাঈদ বলেন, আমরা মনে করেছিলাম ছেলের মরদেহ অন্তত পেয়েছি। কিন্তু সে যে বেঁচে আছে সেটা জানতাম না। ও ফিরে আসায় আমরা আনন্দে আত্মহারা।
তোফানের মা বলেন, ছেলের মুখে আবার মা ডাক শুনছি। ছেলেকে পেলাম। আমি কখনও ভাবতে পারিনি আমার সোনামানিক আমার বুকে ফিরে আসবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আমার ছেলেরে আবারও আমার বুকে ফিরিয়ে দিয়েছে।
ফিরে আসা কিশোর তোফানের সঙ্গে কথা হলে সে বলে, বাবা-মায়ের ওপর অভিমান করে আলমডাঙ্গার এক বন্ধুর সঙ্গে রাজধানী ঢাকায় চলে যাই। ঢাকার শ্যামলীতে একটি লোহার দোকানে কাজ করি। সেখানেই থাকতে হতো। ঈদের ছুটিতে বাড়ি আসি। কিন্তু এসে শুনি আমি নাকি মারা গেছি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি দাফনের দেড় মাস পর নিখোঁজ কিশোর বাড়িতে ফিরে এসেছে। এ বিষয় গাইবান্ধা থানা পুলিশকে অবগত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় নিখোঁজের বিষয়ে মেসেজ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরবি