ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৭০ থেকে ৮০ শতাংশ হোটেল-মোটেল আগাম বুকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
বান্দরবানে ৭০ থেকে ৮০ শতাংশ হোটেল-মোটেল আগাম বুকিং

বান্দরবান: ঈদুল ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানে আগাম হোটেল বুকিংয়ের হিড়িক পড়েছে। এর মধ্যে অধিকাংশ হোটেল-মোটেলের ৭০-৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে ভ্রমণপ্রত্যাশীরা।

ঈদ পরবর্তী ছুটির দিনে প্রতিদিন হাজর হাজার পর্যটক বান্দরবানে অবস্থান করবেন।

ব্যবসায়ীরা জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগে পাঁচদিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এ হিসেবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একইদিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার। তারপর দুদিন আবার সাপ্তাহিক ছুটি।

এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯দিন ছুটি ভোগ করবেন সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ২-৬ এপ্রিল পর্যন্ত বান্দরবানের অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টের ৬০-৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে ভ্রমণপ্রত্যাশীরা। ফলে এ মৌসুমে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

হোটেল ডিমোরের ম্যানেজার হ্যাপি বলেন, ২-৭ এপ্রিল পর্যন্ত তার হোটেলের প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে শতভাগ কক্ষ বুকিং হয়ে যাবে।

হোটেল হিল কুইনের ম্যানেজার মো. ওয়াহিদুল ইসলাম জানান, আগামী ২, ৩ ও ৪ এপ্রিল হোটেলের ৬০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে নিয়েছে ভ্রমণপ্রতাশীরা। ঈদের যে কদিন সময় আছে এরমধ্যে বুকিংয়ের সংখ্যা আরও বাড়তে পারে।

বান্দরবান হোটেল মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছুটির কারণে পর্যটকরা ভালো সাড়া পাচ্ছেন। পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান নিত্যানন্দ দাস জানান, ঈদের ছুটিতে বেশ পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।