ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কমলাপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মিলল কোটি টাকার ইয়াবা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
কমলাপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মিলল কোটি টাকার ইয়াবা

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজার থেকে আগত কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (২৯ মার্চ) ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঝ বগি থেকে বিশেষ চেকিং করে  মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায়  স্কুলব্যাগ ভর্তি ৩৩ হাজার ৫০০ ইয়াবা (মূল্য অনুমান এক কোটি পঞ্চাশ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫ 
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।