ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে জাফর ইকবাল (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার
করেছে র্যাব।
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১ এর একটি আভিযানিক দল।
শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জাফর বিভিন্ন
প্রতারণার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে প্রতারক জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও
সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি দেয়া, পদোন্নতি প্রদান, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশুসহ
অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উচ্চাভিলাশী জীবন-যাপন করার উদ্দেশ্যে জাফর প্রতারণার কাজ বেছে নেয়। তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রতারণা
কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জাফর ইকবাল বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের বলত যে, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে। এভাবেই চাকরি প্রত্যাশীদের বিশ্বাস অর্জন করে এবং চাকরি দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিত। তিনি প্রতারণার মাধ্যমে চাকরি দেয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, বদলি সংক্রান্ত এবং ব্যবসায়ীদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে গবাদি পশুসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী আমদানি ও রপ্তানির অনুমতি প্রদানের কথা বলে অসংখ্য ব্যক্তির নিকট হতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারকৃত জাফর ইকবাল মূলত মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদি পশুর বিটখাটাল স্থাপনের, গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতি পত্র প্রদান করেন।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জাফর ইকবাল এর স্থায়ী কোন অফিস না থাকায় বিভিন্ন সময়ে ভাড়া বাসাকে অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। তার বিরুদ্ধে গাইবান্ধা সাদুল্যাপুর থানায় মামলা রয়েছে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। রাজধানীর
খিলক্ষেত এলাকায়ও আত্মগোপনে থাকাকালীন তাকে গ্রেপ্তার করে র্যাব।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসসি/এমএম