ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় আঞ্জুমান ঈদগা

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

 

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার পরিচালক মো. হাবেজ আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রথম জামাত হবে সকাল ৮টায়। একই মাঠে সকাল ৯টায় হবে দ্বিতীয় জামাত। প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল-মামুন। আর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এছাড়া সকাল ৭টায় আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাস মসজিদ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে, নগরীর চকবাজার বড় মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।  

বলাশপুর ঈদগা মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের অষ্টধারের চরশশা ঈদগা মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হবে... সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় ও সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলার ১৪টি থানার সব ঈদগা মাঠ ও মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আনন্দ উৎসবে ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত রয়েছে বলেও  জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।