ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদরাতে চায়ের দোকানে যুবককে ‘ফিল্মি স্টাইলে’ গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
চাঁদরাতে চায়ের দোকানে যুবককে ‘ফিল্মি স্টাইলে’ গুলি প্রতীকী

খুলনা: খুলনায় এলাকার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন শাওন (৩৩) নামে এক যুবক। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তাকে ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায়।

রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম রূপসা বেড়িবাঁধ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইলে এসে শাওনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে শাওন গুলিবিদ্ধ হন। গুলি তার ডান হাতে লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাওন নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন তার বাবার মাছ ব্যবসা দেখাশোনা করেন। রাত ৮টার দিকে তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে ছয় যুবক তাকে গুলি করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, যেসব সন্ত্রাসীরা শাওনকে গুলি করেছে তাদের ধরতে অভিযান চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।