ঢাকা: ঈদের ছুটি প্রায় শেষের দিকে। এরই মধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন বাড়িতে যাওয়া মানুষজন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ও কলাবাগান শিশু পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।
বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, গত তিন দিনের মতো আজও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে এসব বিনোদন কেন্দ্র ঘুরছেন নগরবাসী। যারা ঈদের ছুটিতে বাড়ি যাননি, তারা তো আছেনই, তাদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন যারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন তারাও।
তেমনি একজন বেসরকারি চাকরিজীবী আদনান রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে ঈদের ছুটি শেষে বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফিরেছেন তিনি। আদনান রহমান বলেন, শনিবার থেকে বেসরকারি অফিসগুলো খোলা আর রোববার ধরে সরকারি অফিস। তাই শুক্রবার ও শনিবার রাস্তায় ভোগান্তি হবে ভেবে আগেই ঢাকায়
ফিরেছি। যাতে ছেলে মেয়েদের কষ্ট না হয়। তবে দাদু বাড়ি থেকে ফিরে তাদের মন খারাপ। তাই তাদের ধানমন্ডি লেকে ঘুরতে নিয়ে আসছি। একটু শিশু পার্কেও যাবো।
ধানমন্ডি লেকে যাওয়ার পাশাপাশি প্যাডেল চালিত নৌকার চড়াও সুযোগ রয়েছে। সেখানে টিকেট কাটার লাইনে কথা হয়, আরিফুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাইনি। ঈদের দিন ছাড়া বাকি দুইদিন বন্ধুদের নিয়ে ঘুরে বেরিয়েছি। আজ ধানমন্ডি লেকে আসলাম। এখানে কিছুক্ষণ নৌকায় চড়বো।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
এসসি/জেএইচ