ঢাকা, শনিবার, ২৮ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ-প্রতিবাদ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ-প্রতিবাদ সভা

বান্দরবান: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে বান্দরবানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় শতাধিক বিক্ষোভকারী বান্দরবানের প্রধান সড়কের শহীদ আবু সাইদ মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাতশ’ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে বক্তারা এসময় মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান।

বক্তারা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে জড়ো হয়। এসময় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুরুল হক, বৈষম্যবিরোধী আন্দোলনের বান্দরবানের সমন্বয়ক মো. আসিফ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, ছাত্র প্রতিনিধি খালিদ বিন নজরুল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দীন, ছাত্র প্রতিনিধি সৈয়দ মাশরুল জিসান, রবিউল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

গত রোববারের (৬ মার্চ) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।