ঢাকা, শনিবার, ২৮ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চলন্ত বাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
চলন্ত বাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

ঢাকা: রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন।

মোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবার নাম আব্দুল বারেক। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া থাকতো। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতো। অনেক আগে বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।

তিনি আরও বলেন, গতকাল রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নতুন বাজারের বাসায় ফিরছিলেন। গুলশান ২ এর ৩২ নম্বর রোডে এলাকায় আসলে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ফারজানাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বলেন, ভোরে গুলশান এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। পরে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এজেডএস/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।