ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পয়লা বৈশাখে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
পয়লা বৈশাখে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপচে পড়া ভিড়কে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকাল ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ উল্লিখিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এসময় বেশকিছু স্থানে ডাইভারশন ও ব্যারিকেড বসানো হবে।

ডাইভারশন ও ব্যারিকেড থাকবে যেসব পয়েন্টে:
বাংলামোটর ক্রসিং (নেভি গ্যাপ), পুলিশ ভবন ক্রসিং. সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং

বিকল্প যাতায়াতের নির্দেশনা:
ডিএমপি জানায়, ডাইভারশন এলাকাগুলো এড়িয়ে বিকল্প সড়কে যান চলাচল করতে হবে। নির্দেশিত বিকল্প রুটগুলো হলো—

মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন:
বাংলামোটর থেকে বামদিকে মোড় নিয়ে মগবাজার হয়ে গন্তব্যে যেতে হবে।

গোলাপশাহ মাজার থেকে শাহবাগগামী যানবাহন:
কদমফোয়ারা-ইউবিএল-নাইটিংগেল হয়ে চলাচল করতে হবে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহন:
মিরপুর রোড দিয়ে আজিমপুর-চাঁনখারপুল-বকশীবাজার হয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থানসমূহ:
১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)
৩. শিল্পকলা একাডেমি গলি (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)
৪. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত
৫. দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত
৬. আব্দুল গনি রোড

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপিত হবে। বাঙালির সবচেয়ে প্রাণবন্ত উৎসব পহেলা বৈশাখ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।