ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য ডিএমপির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য ডিএমপির নির্দেশনা

ঢাকা: একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে আনন্দ শোভাযাত্রা, যা প্রতিবছর ঢাকায় হাজারো মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।

বাংলা নববর্ষ উদযাপনের এই আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণের সহায়তার জন্য কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শোভাযাত্রার পথসূচি: ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় থেকে ইউটার্ন নিয়ে টিএসসি মোড়, শিববাড়ী ক্রসিং, রোমানা ক্রসিং, দোয়েল চত্ত্বর হয়ে আবার টিএসসি মোড় হয়ে চারুকলা বিভাগের সামনে এসে শেষ হবে।

নির্দেশনাগুলি: ডিএমপি জানিয়েছে যে, আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নাগরিকদের জন্য কিছু নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

এই নির্দেশনাগুলি হলো: হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে আসা লোকজন শাহবাগ মোড় হয়ে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় হয়ে ভিসি বাংলো মোড় থেকে শোভাযাত্রায় যোগ দিতে পারবেন। নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড় থেকে শোভাযাত্রায় যোগ দিতে পারবেন।

পলাশী দিয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত মোড় থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড় থেকে শোভাযাত্রায় যোগদান করবেন। চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

ডিএমপি এই উৎসব উদযাপনের জন্য সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছে, যাতে করে অনুষ্ঠানটি আনন্দঘন এবং নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে। পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রা একটি সার্বজনীন উৎসব হিসেবে সকলের মধ্যে মিলমিশ এবং একাত্মতা তৈরি করে থাকে।

সকলের সহযোগিতা কামনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।