সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশি একদল জেলেকে পিটিয়ে দুটি নৌকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
হামলার শিকার জেলেরা জানান, তারা বৈধ পাস নিয়ে সেখানে মাছ ধরছিলেন। বিএসএফ বাংলাদেশের সীমানায় এসে তাদের ওপর হামলা চালিয়েছে।
ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, তারা পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তিনটি নৌকায় ১২ জন জেলে চারদিন আগে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে হঠাৎ দুটি স্পিডবোটে করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি দল এসে তাদের মারধর করেন। এসময় জেলেরা বনের দিকে পালিয়ে যান। পরে জাল ফেলে গেলেও বিএসএফ তাদের তাদের দুটি নৌকা নিয়ে চলে যায়।
জেলেরা জানান, প্রাণ রক্ষায় তারা সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে লোকালয়ের দিকে ফিরেছেন।
হামলার শিকার অন্য জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান, শাহাজান, শাহাদাৎ, শাহাজান, আতাউর, আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।
রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, হামলার শিকার জেলেদের মধ্যে ছয়জন আমার এলাকার বাসিন্দা। বিএসএফ সদস্যরা জেলেদের তাড়িয়ে দেওয়ায় তারা হেঁটে ফিরে আসছেন। পরে স্থানীয়রা গিয়ে জাল উদ্ধারের চেষ্টা করবেন।
এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, এখনো কেউ বিষয়টি তাদের জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছেন। যেহেতু ঘটনাস্থল বয়ারসিং এলাকায়, তাই অভিযোগ জানাতে ভুক্তভোগীদের সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসআই