ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সড়কের পাশের খাদে লেগুনা উল্টে নিহত ২, আহত ৩

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
সড়কের পাশের খাদে লেগুনা উল্টে নিহত ২, আহত ৩

ঢাকা: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশে পানি ভর্তি খাদে পড়ে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এনভয় পোশাক কারখানার শ্রমিক বদরুল আলম গাজী এবং অপর একটি পোশাক কারখানার শ্রমিক হৃদয়। এ ঘটনায় আহতরা হলেন—বিলকিস, সুব্রত পাল ও অজ্ঞাতনামা একজন। তবে তাদের কারোরই বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিটনেসবিহীন একটি লেগুনা নরসিংহপুর থেকে যাত্রী নিয়ে বাইপাইলের উদ্দেশে রওনা দেয়। লেগুনাটি জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে পৌঁছালে সড়কের পাশের একটি পানিভর্তি গভীর খাদে পড়ে যায়।

এ সময় লেগুনার নিচে ৪ জন যাত্রী চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। সড়কের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। সেই ড্রেনের খাদে একটি লেগুনা পড়ে গেলে দুজন নিহত হন।

নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদ জানান, লেগুনা খাদে পড়ে আহত পাঁচজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত তিনজনের চিকিৎসা চলছে।

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া লেগুনার চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।