চাঁদপুর সদর, উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে জব্দ করা হয়েছে গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এতথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- মাদককারবারি হেলাল (২২), মাসুদ (২৬), মোহসীন (৩০) ও এরশাদ খান (৪০) এবং কিশোর গ্যাংয়ের সদস্য আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮), হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লা (১৭)।
লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ওই ১১ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। এর মধ্য গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জেলা সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে মাদককারবারি হেলাল ও মাসুদকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় আট কেজি গাঁজা। একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর এলাকা থেকে মাদককারবারি মোহসীন ও এরশাদ খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ২১টি ইয়াবা ট্যাবলেট, ১৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল।
একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্য আপন, শিপন ও ফারহানকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি চাইনিজ কুড়াল, তিনটি রাম দা ও একটি চাপাতি।
অপরদিকে শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়, তাহমিদ, মামুন ও শাহেদকে আটক করা হয়।
মাদকদ্রব্যসহ আটক ওই ১১ জনকে স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট জাবিদ হাসান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসআরএস