ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ ছবি: প্রতীকী

সিলেট: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চার আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে মোগলাবাজার থানার সামনে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, সিলেট অভিমুখে আসা একটি মিনি ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) ঘটনাস্থলে আসামাত্র প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১১-১২১২) সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারের চার আরোহী।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতদের মধ্যে রয়েছেন- পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত দাশ (৩০) ও প্রকৃতি (৩২)।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।