ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মাদককে না বলুন’ স্লোগানে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
‘মাদককে না বলুন’ স্লোগানে বর্ষবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘নতুন বছরে মাদককে না বলুন’ স্লোগানে সিলেটে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন করেছে তরুণরা।

শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনের প্রথম প্রহরে প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নতুন বছরে সিলেটে শত শত তরুণের কণ্ঠে উচ্চারিত হয়, ‘আমি মাদককে না বলেছি, আপনিও বলুন’।

প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মিহির দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. নজীব আলী।

সংস্থার নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- এ এস আই সাইফুল আলম, এ এস আই জেসমিন সুলতান।

অনুষ্ঠানে বক্তরা বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষার স্বার্থে নতুন বছরে মাদককে না বলতে হবে।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এমন নববর্ষ উদযাপনের ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রশান্তির পরিচালক শাহজাহান আহমদ, আলম হোসেন চৌধুরী, সৈয়দ নাইমুর রহমান নাইম, সৈয়দ সনি, মহসিন আহমদ, নোমান আহমদ, রাসেল, মাহি চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।