ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমাজসেবা দিবসে রাজবাড়ীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সমাজসেবা দিবসে রাজবাড়ীতে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা’ এ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে শহরে একটি র‌্যালি বের হয়।



র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, জেলা সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামাণিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীর হোসেন, কেকেএসের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ।

পরে দিবসের তাৎপর্য বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।