ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
তেজগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসা থেকে নাছির উদ্দিন আল মাহমুদ ওরফে লিপু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নাখালপাড়ার ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।


 
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে রাতে ওই বাড়ি থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘুমন্ত অবস্থায় সিগারেটের আগুন থেকে লেপ-তোষক আগুন লেগে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।

উদ্ধারের পর লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মশিউর।
 
তিনি আরও জানান, ভাড়া করা ওই বাড়িতে ‍লিপু একাই থাকতেন। অনেক আগেই তার স্ত্রী চলে গিয়েছেন। ওই বাড়িতে প্রতিরাতে ঘুমের ওষুধ সেবন করে তিনি ঘুমাতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এজেডএস/টিএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।