ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ রংপুর

রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রংপুর: রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

 

শনিবার (২৪ ডিসেম্বর) দিনের পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান।

আহতরা হলেন- পৌরশহরের বালুয়াভাটা মহল্লার ঠিকাদার আলহাজ আব্দুল রউফ সরকার, মধুপুর ইউপির মহিলা সদস্য ফরিদা বেগম (৪৫) ও রামনাথপুর ইউপির ঘাটাবিল ধুন্ধাপাড়ার গৃহবধূ লিপি বেগম (৪০)।

আহতদের উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা জানান, আহত প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।