ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ৪

বগুড়ার কাহালু ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বগুড়া: বগুড়ার কাহালু ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

আটকেরা হলেন- কাহালু উপজেলার এরুলিয়া চকপাড়ার আব্দর রহমানের ছেলে রায়হান রুনু সরকার (২৮), শিবগঞ্জ উপজেলার কাটাগারা গ্রামের আব্দুল বারেকের ছেলে আব্দুল আলিম (২৯), হামিদুর রহমান (৩৫) ও চন্দনপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫)।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২  বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাননো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুরে এক সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার এরুলিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১ কেজি গাঁজাসহ রায়হান রনু সরকারকে আটক করা হয়।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার পুটখুর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব।
 
এ ঘটনায় আটকদের আসামি করে দু’টি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমবিএইচ/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।