ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতুর ভিত্তি স্থাপন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতুর ভিত্তি স্থাপন উদ্বোধন

ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন শাসন নরসিংহপুর-পাড়াগ্রাম এলাকায় বংশী নদীর ওপর সেতুর ভিত্তি স্থাপন উদ্বোধন করা হয়েছে।

ধামরাই: ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন শাসন নরসিংহপুর-পাড়াগ্রাম এলাকায় বংশী নদীর ওপর সেতুর ভিত্তি স্থাপন উদ্বোধন করা হয়েছে।

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেতুটি নির্মাণ করা হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিনা মালেকের  সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা আহম্মদ আল-জামান, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি, কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসীম উদ্দিন ও কুশুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।