ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বদরগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার দিবাগত রাতে শফিউল, খোকা, সাইফুল, আফজাল, ইয়াসিন একজোট হয়ে অহিদুল হককে লাঠি দিয়ে বেদম মারধর করেন।

একপর্যায়ে ঘটনাস্থলেই অহিদুলের মৃত্যু হয়। রাতেই বদরগঞ্জ থানা পুলিশ অহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ শফিউলের স্ত্রী মাহামুদা বেগমকে গ্রেফতার করেছে।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।