ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবুজবাগে গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
সবুজবাগে গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

রাজধানীর সবুজবাগ থানার মধ্যবাসাবো এলাকায় আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গেলেন মাহমুদা আক্তার (১৮) নামে এক গৃহকর্মী।

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার মধ্যবাসাবো এলাকায় আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গেলেন মাহমুদা আক্তার (১৮) নামে এক গৃহকর্মী।

 

রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে আসে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বাংলানিউজকে বলেন, সবুজবাগ থানার মধ্যবাসাবো এলাকায় গৃহকর্তা ন‍ূর আহমেদ ও গৃহকর্ত্রী নুসরাতের বাসায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছে মাহমুদা।

বিভিন্ন সময় গৃহকর্ত্রী নুসরাত মাহমুদাকে বকাঝকা করতেন। এই কারণে মাহমুদা অভিমান করে সকালে সাড়ে ৭টার দিকে বাথরুমের দরজা বন্ধ করে ধারালো ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে অত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসার বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

তবে এ বিষয়টি আর‍ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই বাবুল।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এজেডএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।