ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স‍াভারে ধরেন্ডা গির্জায় দেশের শান্তি কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
স‍াভারে ধরেন্ডা গির্জায় দেশের শান্তি কামনা বর্ণিল আলোকসজ্জায় সেজেছে গির্জা/ছবি বাংলানিউজ

বড়দিনে সাভারের ধরেন্ডা গির্জায় মানুষের শান্তি কামনায় আরাধনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

সাভার (ঢাকা): বড়দিনে সাভারের ধরেন্ডা গির্জায় মানুষের শান্তি কামনায় আরাধনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সাভারের রাজাশন এলাকার ধরেন্ডা ক্যাথলিক চার্চে তারা আরাধনা শুরু করেন।

ক্যাথলিক চার্চে রেফা ফাদার ক্যালভার্ট ডি রোজারিও এ আরধানায় শরিক হন।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরেন্ড গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।        

আরাধনায় তারা সারা বছরের পাপ কাজের জন্য প্রভু যীশুখ্রিস্টের কাছে ক্ষমা চান ও দেশের শান্তি কামনা করেন।

এসময় চার্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর মেয়র হাজি আব্দুল গণি, সাভার মডেল থানা সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মো.সেলিম মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।