ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় দুই নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় দুই নারী নিহত ছবি: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলায় মাটির নিচে চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলায় মাটির নিচে চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নে মানিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকপুর গ্রোমরে হিমাংশু দাসের স্ত্রী সুনীতি দাস (৪০) এবং একই গ্রামের সুর্নিমল দাসের স্ত্রী নমিতা দাস।

স্থানীয়রা জানান, দুপুরে সুনীতি এবং নমিতা মানিকপুর গ্রামের একটি পুকুরে মাটি কাটতে যান। মাটি কাটার এক পর্যায়ে উপর থেকে মাটির ধস তাদের ওপর পড়ে। এতে তারা দুই জনই ঘটনাস্থলেই মারা যান।  

ব্রাহ্মণবাড়িয়া থানার পুলিশ সুপার মো. মিজানুর রহম‍ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।