ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনন্দমুখর পরিবেশে বগুড়ায় বড়দিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আনন্দমুখর পরিবেশে বগুড়ায় বড়দিন উদযাপন আনন্দমুখর পরিবেশে বগুড়ায় শুভ বড়দিন উদযাপিত হচ্ছে/ছবি- আরিফ জাহান

আনন্দমুখর পরিবেশে বগুড়ায় শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।

বগুড়া: আনন্দমুখর পরিবেশে বগুড়ায় শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের গোহাইল রোডের জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট রবীন মারান্ডী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বড়দিনের উৎসব শুরু করেন।

এসময় খ্রিস্টীয় মণ্ডলির সেক্রেটারি মাইকেল আশের, পালক সৌরভ বিশ্বাস, পালক গিলবার্ট মৃধাসহ অনেক ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন।

এর আগে, বাইবেল পাঠ ও খ্রিস্টীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কেক কাটার পর যীশু খ্রিস্টের জন্মদিনের ওপর আয়োজন করা হয় আলোচনা সভা ও ধর্মীয় প্রার্থনা। একইভাবে শহরের মালগ্রামে অবস্থিত চার্চ অব বাংলাদেশ ও মালতিনগরের ক্যাথলিক চার্চে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

এমবিএইচ/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।