ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএমএ’র শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএমএ’র শ্রদ্ধা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নব-নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গোপালগঞ্জ: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নব-নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, সংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, স্বাচিবের সভাপতি ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব ডা. এম এম আজিজ, বিএমএ-র সাবেক সভাপতি ডা. মাহমুদ হাসান, গোপালগঞ্জ জেলা বিএমএ’র ডা. আবিদ হাসান শেখ, সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, সহ-সভাপতি ডা. প্রহলাদ চন্দ্র বিশ্বাসসহ বিএমএ ও স্বাচিবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।