ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১০ ছিনতাইকারী ও ৭ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
ময়মনসিংহে ১০ ছিনতাইকারী ও ৭ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ১০ মাদক ব্যবসায়ী ও সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ১০ মাদক ব্যবসায়ী ও সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরীর বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমএএএম/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।