ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
নারায়ণগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাধন পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক রিকশাচালক নিহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে জব্দ করেছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাধন পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক রিকশাচালক নিহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে জব্দ করেছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় ফতুল্লার চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জগামী বাধন পরিবহনের (ঢাকা-চ ৩৩১৭) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটির ওপর উঠে পড়ে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। পরে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।