ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালতলীতে ৩০ হাজার মিটার অবৈধ মশারি জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
তালতলীতে ৩০ হাজার মিটার অবৈধ মশারি জাল পুড়িয়ে ধ্বংস

তালতলী পায়রার মোহনায় ৩০ হাজার মিটার মশারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড সদস্যরা।

বরগুনা: তালতলী পায়রার মোহনায় ৩০ হাজার মিটার মশারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড সদস্যরা।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে জালগুলো আটক করে বিকেল ৫টায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালতলীর নিন্দ্রা সখিনা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, দুপুরে পায়রার মোহনায় সাগরে অভিযান চালানো হয়। এসময় ৩০ হাজার মিটার মশারি জাল আটক করা হয়। পরে বিকেলে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।