ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে সাতক্ষীরাগামী ৪ বাসে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ঢাকা থেকে সাতক্ষীরাগামী ৪ বাসে ডাকাতি

ঢাকা থেকে সাতক্ষীরাগামী চারটি বাসে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

শার্শা: ঢাকা থেকে সাতক্ষীরাগামী চারটি বাসে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে শার্শা থানার জিবলিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসগুলো হলো- রোজিনা পরিবহন, একে ট্রাভেলস, সাতক্ষীরা একপ্রেস ও একটির নাম এখনও জানা যায়নি।  

ডাকাতির শিকার এক যাত্রী বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি আরও জানান, রাস্তায় ইউক্যালিপটাস গাছ ফেলে দুর্বৃত্তরা ডাকাতি করে। যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, শুধু নগদ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

তার অভিযোগ, ঘটনাস্থলের খুব কাছেই শার্শা পুলিশ ফাঁড়ি ছিলো। বারবার বাসের হর্ন ও আলো জ্বালিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেনি। ডাকাতির পর পুলিশ ঘটনাস্থলে আসে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।