ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পিরোজপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার পিরোজপুর

পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকার ভারানী খাল থেকে গৌরাঙ্গ লাল সাহা (৮০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পিরোজপুর: পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকার ভারানী খাল থেকে গৌরাঙ্গ লাল সাহা (৮০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

গৌরাঙ্গ লালের বাড়ি পৌরসভার রাজারহাট এলাকায়। তিনি শহরের আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।  

পিরোজপুর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, সকালে ভারানী খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ এ ঘটনায় আনসার ও আনোয়ারা নামে এক দম্পতিকে আটক করেছে বলেও জানান তিনি।  

নিহত ব্যক্তির নাতি মিঠুন সাহা বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৌরাঙ্গ লালকে দেখে নেওয়ার হুমকি দেন আনসার। পরে দুপুর ২টার দিকে গৌরাঙ্গ লাল বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে /এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।