ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণতান্ত্রিক চর্চায় স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
গণতান্ত্রিক চর্চায় স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র খোকন/জিএম মুজিবুর

জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেলো।

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেলো।

 

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

 

সাঈদ খোকন বলেন, জেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে, সমন্বয়হীনতা দূর হবে। আমরা সমন্বিতভ‍াবে কাজ করে সুন্দর ও বাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশন ২৬টি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। এ নির্বাচনের পরে জেলা প্রশাসকের সঙ্গে কাজ করার সুযোগ হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

জেডএফ/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।