ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ভোলায় ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ ছবি: ভোলা

ভোলায় ভুল চিকিৎসায় নুপুর নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভোলা: ভোলায় ভুল চিকিৎসায় নুপুর নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নুপুর ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের মো. সাজাহানের মেয়ে। সে পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। ২৯ ডিসেম্বর তার রেজাল্ট বের হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে নুপুর ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। সন্ধ্যায় মুম‍ূর্ষু অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসকরা তাকে একটি ইনজেকশন (কটসন) দেন।   এর কিছুক্ষণ পর নুপুর মারা যায়।

এ বিষয়ে নুপুরের বাবা-মা অভিযোগ করে বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন কিংবা ভুল চিকিৎসায় নুপুরের মৃত্যু হয়েছে।

এদিকে, রাতেই নুপুরের স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করলে সিভিল সার্জনসহ অন্য ডাক্তাতরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় তদন্তের জন্য দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।