ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিত্তবানদের ওপর শিক্ষাকর আরোপের পরামর্শ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিত্তবানদের ওপর শিক্ষাকর আরোপের পরামর্শ ‘এজেন্ডা ২০৩০ : শিক্ষার নতুন দিগন্ত’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথিরা। ছবি: শাকিল

শিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে বিত্তবানদের সম্পদের ওপর শিক্ষাকর আরোপের পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

ঢাকা: শিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে বিত্তবানদের সম্পদের ওপর শিক্ষাকর আরোপের পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার(২৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও আগামীর ভাবনা নিয়ে ‘এজেন্ডা ২০৩০ : শিক্ষার নতুন দিগন্ত’ শীর্ষক এক  আলোচনা সভায় এ পরামর্শ দেন তিনি।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।  

এছাড়া আরও বক্তব্য রাখেন- তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ প্রমুখ।

শিক্ষাখাতের বরাদ্দ অত্যন্ত কম উল্লেখ করে দেবপ্রিয় বলেন,  মোট দেশজ উৎপাদনের (জিডিপির) মাত্র ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ বাড়াতে, শিক্ষা সম্প্রসারণ করতে বিত্তবানদের কর দিতে হবে।

এক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারী, বিমানে যাতায়াতকারীদের ওপর শিক্ষাকর আরোপের সুযোগ রয়েছে বলে জানান সিপিডি ফেলো।

সরকার নানা বিষয়েরওপর প্রচণ্ড চাপে আছে জানিয়ে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, নানা ধরনের দেনদরবার মধ্যে আছি আমরা। বিশেষ করে যে সম্পদ আমাদের হাতে আছে, এগুলোর ওপর বিভিন্ন মহল থেকে এত চাপ থাকে; সেগুলো যেকোনো রাজনৈতিক সরকারের পক্ষে মোকাবেলা করা কষ্টকর।

ব্যয়টা কোথায় হচ্ছে – সে বিষয়ে সিভিল সোসাইটি (সুশীল সমাজ) সোচ্চার হবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী মান্নান।

হোসেন জিল্লুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ডিগ্রি কলেজের থেকেও দুর্বল।

তিনি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বলেন, এর  নামটাই আকর্ষণীয়। বাস্তবতা হলো ডিগ্রি কলেজের থেকেও দুর্বল অবস্থা এ বিশ্ববিদ্যালয়ের।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপনের সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুর আহমেদ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।