ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালবাগে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
লালবাগে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকি

ঢাকা: থার্টিফার্স্ট নাইটে রাজধানীর লালবাগে অতিরিক্ত মদপান করে ওয়াহিদুল মুরাদ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই শাহিদ জানান, ইংরেজি নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে মদপান করে মুরাদ।

র‍াতে বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদের বাবার নাম মৃত গোলাম শরীফ। তারা লালবাগ ভাট মসজিদ এলাকার বাসিন্দা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,  মরদেহ  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এজেডএস/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।