ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মাসেতুতে রেল সংযোগ তত্ত্বাবধান করবে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
পদ্মাসেতুতে রেল সংযোগ তত্ত্বাবধান করবে সেনাবাহিনী বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর সিএসসি সেল কোর অব ইঞ্জিনিয়ারিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়/ জিএম মুজিবুর

ঢাকা: পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের তত্ত্বাবধান ও পরামর্শকের কাজ  করবে সেনাবাহিনী।

পরামর্শক সেবার আওতায় নির্মাণ কাজের সুষ্ঠু তদারকিসহ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষের ব্যবস্থা করবে সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট সেল (সিএসসি) অব কোর অব ইঞ্জিনিয়ারিং।

রোববার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর সিএসসি সেল কোর অব ইঞ্জিনিয়ারিং এর  মধ্যে এ  তদারকি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর সিএসসি সেল কোর অব ইঞ্জিনিয়ারিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়/ জিএম মুজিবুরচুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক ও সিএসসি’র প্রকল্প ব্যবস্থাপক কর্নেল আবুল কালাম আজাদ।

চুক্তি অনুসারে, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের সুষ্ঠু তদারকি নিশ্চিত করবে সেনাবাহিনী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, পরামর্শক কিছু কাজ শেষ হলেই নির্মাণ শুরু হবে। ২০১৮ সালের শেষে একই সময়ে পদ্মায় ওপর সড়ক ও রেলসেতু চালু হবে।

অনুষ্ঠানে সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক, রেল সচিব ফিরোজ সালা উদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭ 

এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।