ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ভূমি অফিসে নতুন রেকর্ড রুম উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
কেরানীগঞ্জে ভূমি অফিসে নতুন রেকর্ড রুম উদ্বোধন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ

কেরানীগঞ্জে ভূমি অফিসের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে নতুন রেকর্ড রুম উদ্বোধন ও ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ভূমি অফিসের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে নতুন রেকর্ড রুম উদ্বোধন ও ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় তিনি ভূমি অফিসের দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাদ হোসেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন ও দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলী রহমান তিন্নি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।