ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ফুলপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহ: ‘সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটালাইজেশন’- শ্লোগান নিয়ে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

সোমবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে এ র‌্যালি বের হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, সমবায় অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমএএএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।