ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেট: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজোড় গ্রামের আবুল কালাম ও উস্তার আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, সকালে বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ধান কাটতে গেলে অপরপক্ষ বাধা দেয়।

এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে জড়ায়। যার ফলে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।  

আহতদের মধ্যে ৪৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত বলেন, ঘটনাস্থল থানা থেকে অন্তত ৪৫ কিলোমিটার দূরে পল্লিগ্রামে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান কুটি মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, বিরোধপূর্ণ একখণ্ড ধানী জমি সালিশি পর্যায়ে ছিলো। শনিবার সকালে একপক্ষ জমির ধান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।