ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
লালমনিরহাটে ৪ জুয়াড়ি আটক আটক ৪ জুয়াড়ি

লালমনিরহাট: লালমনিরহাটে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিচওড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- কাজিচওড়া এলাকার মৃত আজিত খানের ছেলে সিরাজুল হক (৩২), মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আনছার আলীর ছেলে কাশেম আলী (৪৫) ও লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (২০)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিচওড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।