ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজার: মৌলভীবাজারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি জেনারেল প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে।

নিহত নবজাতকের মা রেখা বেগম বাংলানিউজকে জানান, জন্মের পর বাচ্চা সুস্থ ছিল। দুপুরে হঠাৎ তাকে হাসপাতালের নার্স একাধারে ২টি ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার পর একটু একটু করে শিশুটি নিস্তেজ হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে জানানো হয় সে মারা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি বাংলানিউজকে জানান, শিশুটি জন্মের পর থেকে কিছুটা অসুস্থ ছিল তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা নিষেধ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোনো চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা আরো খারাপ হলে আমরা চিকিৎসা দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে জানান, পুলিশের কাছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ