ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বোর্ডে জেএসসিতে ৬১ প্রতিষ্ঠানে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
কুমিল্লা বোর্ডে জেএসসিতে ৬১ প্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৬১টি এবং মাত্র একটিতে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে ২০১৬ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৮টি, ২০১৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৪৫টি, ২০১৪ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫২৭টি ও ২০১৩ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১৪টি।

এ বছর বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।