ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)।

 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ফারুক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পলি মারা যান এবং গুরুতর আহত ফারুককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।  

আহত মারুফ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি বাসুদেব।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।